ফিনিক্স হতে চাই
- ফারিহা নোশীন বর্ণী ২৭-০৪-২০২৪

আঘাতের পর আঘাত আসে,
ক্ষতের পাশে নতুন ক্ষত-
তবু হেসে উঠি নিমেষে,
খুঁজে নেই নতুন কোনো পথ।

আমাকে আর কেউ ডেকো না।
ফিনিক্স পাখির এই জীবনে
সহ্য হবে না নতুন বেদনা;
পথে ফিরে ফিরে চলি শান্তি অর্জনে।

বাউল আমি কবিতায় বাঁচি,
সুরে সুরে খুঁজে ফিরি সুখ-
বুনোফুলের মতোন নিভৃতে থাকি,
দেখতে চেয়ো না আমার মুখ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।